প্রচ্ছদ অপরাধ ও বিচার পরকীয়া জেনে যাওয়ায় সাবেক এমপির স্ত্রীকে খুন করে মেয়ে: পিবিআই

পরকীয়া জেনে যাওয়ায় সাবেক এমপির স্ত্রীকে খুন করে মেয়ে: পিবিআই

অপরাধ: পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নিজ মেয়ের পরিকল্পনায় খুন হন সাভারের সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। ১৩ বছর আগে ঘটা এই হত্যাকাণ্ডের বিষয়ে এমন দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এক যুগেরও বেশি সময় পর তিন আসামিকে সাভার থেকে গ্রেফতার করেছে পিবিআই। তারা হলেন— ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায় (৫০), নিহতের নিজ মেয়ে শামীমা খান মজলিস ওরফে পপি (৫৭) ও গৃহকর্মী আরতি সরকার (৬০)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের মেয়ে শামীমা খান মজলিসের সঙ্গে সুবলের পরকীয়া ছিল। যা মা জেনে ফেলে। আর সম্পত্তি নিয়েও মা-মেয়ের মধ্যে বিরোধ লেগে থাকতো। এর জেরেই খুনের পরিকল্পনা করেন আসামিরা। পরে মেয়ে শামীমার সহায়তায় গলাকেটে জখম করে অন্যরা। হাসপাতালে ৩ দিন ভর্তি থাকার পর মারা যান সেলিমা খান মজলিস।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।