
দলীয় আদর্শ পরিপন্থি কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
রবিবার (২৩ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি–আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে দুজনের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।









































