
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। রাজনীতি, ছাত্র আন্দোলন, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা নারীর অধিকার—বিভিন্ন ইস্যুতে প্রায়ই ফেসবুকে মতামত জানিয়ে থাকেন তিনি। তবে এবার একটু ভিন্ন প্রসঙ্গে দেওয়া তার এক স্ট্যাটাস নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফারিয়া লিখেন, “পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার আশেপাশে পরিবার নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম সাজেস্ট করতে পারেন?”
ফারিয়ার এই স্ট্যাটাসে অনেকেই পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলক ভালো। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে।”
ফারিয়াকে পঞ্চগড়ে স্বাগতম জানাতেও ভোলেননি সারজিস আলম।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণভ্যুত্থানে সামনে থেকে যারা নেতৃত্ব দেন, তাদের অন্যতম সারজিস আলম। বিনোদন অঙ্গন থেকে শবনম ফারিয়াও ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।










































