শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার এইটের পথ সহজ করা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন-শান্ত-সাকিব-রিয়াদরা। তাই পরের রাউন্ডে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কেননা, বাংলাদেশের পরের রাউন্ড আটকানোর সবচেয়ে বড় প্রতিযোগী এই ডাচরা।
এই ম্যাচ হারলে বাংলাদেশের ছিটকে যাওয়ার ভয়, আর জয় পেলে ডাচদের সুপার এইটে খেলার পথ আরও সুগম হবে। এমন হিসাব-নিকাষের ম্যাচ নেদারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে খেলার বড় দাবিদার এখন বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ১৫৯ রান। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমেছে নেদারল্যান্ডস। এতে ২৫ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশের পক্ষে লেগস্পিনার রিশাদ হোসেন চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন। আর তাসকিন শিকার করেন দুই উইকেট। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নিয়েছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |