
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৫–২০২৭ অর্থবছরের জন্য গাজীপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী (বিএনপি-সমর্থিত) প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সেক্রেটারি পদে এ এম আশরাফ হোসেন টুলু ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রাণবন্ত হয়ে ওঠে। মোট ১,৫৬৬ জন ভোটারের মধ্যে প্রায় ৪৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ছিল ৬৯২টি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদ ছাড়াও বিজয়ী প্যানেলের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন-অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস (৪৭৪ ভোট),
সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল (৪০৬ ভোট),
মো. জয়নাল আবেদীন তালুকদার (৪২৪ ভোট),
লুৎফর রহমান সরকার (৩৪৪ ভোট)
এবং মো. কামরুজ্জামান আকন্দ (৩০৭ ভোট)।












































