প্রচ্ছদ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির রোডম্যাপ জানালেন তারেক রহমান

নির্বাচন নিয়ে বিএনপির রোডম্যাপ জানালেন তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এর আগেই হঠাৎ করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। তিনি লিখেছেন, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে।

তারেক রহমান জানান, এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিএনপি নিশ্চিত করতে চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৭ হাজারেরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগকে শক্তিশালী করছে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা তৈরি করা হয়েছে। বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক এমনটাই প্রত্যাশা তার।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা। তাই পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা-নির্ভর। তরুণরা বাস্তব সুযোগ চায়, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ স্থিতিশীলতা চায়, বিশৃঙ্খলা নয়। আর বিশ্ব চায় বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। এসব প্রত্যাশা পূরণে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ বলে বার্তায় জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সূত্র: জনকণ্ঠ