
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টুডেন্টস এগিনিস্ট টর্চার এর সহ প্রতিষ্ঠাতা নাফিসা ইসলাম সাকাফিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় নুরুল ইসলাম নাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার বিষয়টি নাফিসা ইসলাম সাকাফিকে অবগত করে ডিবি।
এ নিয়ে সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন নাফিসা ইসলাম সাকাফি। ওই পোস্টে তিনি বলেন, ‘নুরুল ইসলাম নাহিদ’ আইডি জানুয়ারি থেকে ভয়ংকর ট্রমা দিয়েছে।
এতো নোংরা ভাষায় ইনবক্সে ম্যাসেজ/ এডিটেড আমার, আমার আব্বুর ছবি/এডিটেড ভিডিও পাঠিয়েছে। সেসব পাবলিকলি দেখানোর মতো না।
তিনি বলেন, জানুয়ারিতে শাহবাগ থানায় কয়েকটি বট আইডি থেকে অনলাইন হ্যারাসমেন্টের জন্য প্রথমে জিডি করি এবং পরে মামলা করি। আজকে ডিবি থেকে কল দিয়ে জানাল, নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি পাবলিক গ্যাদারিং/প্রোগ্রাম ইগনোর করার একটা মেইন রিজন, জানুয়ারিতে চানেল আইয়ের টক শোতে নিকাব করে এটেন্ড করতে না পারার সেই পোস্ট। এরপরের অনলাইন হ্যারাসমেন্ট আমাকে মেন্টালি উইক করে দিয়েছে। এরেস্ট হওয়ার খবর পেয়ে একই সাথে ভালো লাগছে আবার ট্রমা ট্রিগার হচ্ছে। আমার ইয়ার ফাইনাল চলছে।
কাল আমার এক্সাম। যতবার পড়তে বসতেছি, শুধু কান্না পাচ্ছে।
সূত্রঃ কালের কন্ঠ