প্রচ্ছদ জাতীয় নাজমুল ইসলামকে অব্যাহতি দিচ্ছে বিসিবি!

নাজমুল ইসলামকে অব্যাহতি দিচ্ছে বিসিবি!

ক্রিকেটারদের কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাজমুল ইসলামের অসংলগ্ন ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা খেলা বন্ধ করে দেওয়ায় দেশের ক্রিকেট যখন স্থবির হওয়ার পথে, ঠিক তখনই বোর্ড এই জরুরি পদক্ষেপ নিলো।

নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের আল্টিমেটামের পর আজ বিপিএলের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নাজমুল বোর্ড থেকে পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলায় অংশ নেবেন না। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোর্ড সভায় নাজমুলকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাকে বোর্ডের সকল কর্মকাণ্ড থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে বিসিবির গঠনতান্ত্রিক সীমাবদ্ধতার কারণে এখনই তার পরিচালক পদ শূন্য করা সম্ভব হচ্ছে না, যদি না তিনি নিজে থেকে পদত্যাগ করেন।

নাজমুল ইসলামকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় ক্রিকেটারদের নিয়ে তার করা কিছু কুরুচিপূর্ণ মন্তব্যের পর। এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতের দালাল’ বলে সম্বোধন করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ক্রিকেটারদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, একজন বোর্ড পরিচালক হয়ে তিনি বারবার খেলোয়াড়দের সম্মানহানি করছেন। এই পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটাররা এককাট্টা হয়ে তার বহিষ্কারের দাবি তোলেন।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বিসিবি যদি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে বোর্ড থেকে অপসারণের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়, তবেই ক্রিকেটাররা মাঠে ফিরবেন। বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর আসার পর এখন বল ক্রিকেটারদের কোর্টে। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচটি দিয়ে বিপিএল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবির গঠনতন্ত্রে পরিচালকদের জন্য সুনির্দিষ্ট কোনো আচরণবিধি না থাকায় নাজমুলের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বোর্ডকে। তবে ক্রিকেটারদের প্রবল চাপের মুখে তাকে কার্যক্ষমতাহীন করে রাখার এই সিদ্ধান্ত আপাতত বড় সমাধান হিসেবে দেখা হচ্ছে।