
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২২ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার। এ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খান।
রোববার (২৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিশনের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
কমিটির সভাপিত জাকির আহমেদ খান। সদস্য হিসেবে আছেন ড. মোহাম্মদ আলী খান, মো. মোসলেম উদ্দীন, মো. ফজলুল করিম, আহমেদ আতাউল হাকিম, ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, ড. জিশান আরা আরাফুন্নেসা, মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর, ড. মো. হাবিবুর রহমান, তহমিনা বেগম, অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞা, ড. এ.কে.এম. মাসুদ, অধ্যাপক সৈয়দ আতিকুল হক, অধ্যাপক এ. কে. এনামুল হক।
এছাড়াও সদস্য কমিটিতে আছেন সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি (প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত), জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি (জননিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত), প্রেসিডেন্ট (ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ), প্রেসিডেন্ট (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি), অতিরিক্ত সচিব (প্রবিধি, বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান) অর্থ মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (বাস্তবায়ন) অর্থ মন্ত্রণালয়।
বর্তমানে ২০১৫ সালের অষ্টম পে-স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০টি বেতন গ্রেড রয়েছে। এক থেকে নবম গ্রেড পর্যন্ত ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণি, ১০ থেকে ১২তম দ্বিতীয় শ্রেণির, ১৩ থেকে ১৬তম গ্রেড তৃতীয় শ্রেণি এবং ১৭ থেকে ২০তম গ্রেড চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্ধারিত। বর্তমানে প্রথম গ্রেডের বেতন নির্ধারিত ৭৮ হাজার টাকা।
২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা। সরকারি চাকরিতে ১৯ লাখ ১৯ হাজার ১১১টি পদ রয়েছে। তবে কর্মরত আছেন ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী।