
২০২৫ সালে ভূমি খাতে স্বচ্ছতা আনার লক্ষ্যে নতুনভাবে নামজারি কার্যক্রম চালু করেছে সরকার। ল্যান্ড অটোমেশন প্রকল্পের আওতায় এখন থেকে জমির খারিজ বা নামজারি করতে নাগরিকদের নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নামজারির জন্য যে ৮টি কাগজপত্র প্রয়োজন
১. রেজিস্ট্রিকৃত বৈধ দলিল অথবা সার্টিফাইড কপি
২. ওয়ারিশান/উত্তরাধিকার সনদ (যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা হয়)
৩. জাতীয় পরিচয়পত্র (NID)
৪. সক্রিয় মোবাইল নম্বর
৫. সর্বশেষ রেকর্ড (RS/BS/BR খতিয়ান)
৬. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
৭. বিক্রেতার বায়া দলিলের কপি
৮. খাজনা প্রদানের দাখিলা/রশিদ
প্রক্রিয়া
নামজারির জন্য নিকটস্থ কম্পিউটার দোকান বা অনলাইন সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন দাখিলের পর একটি কেস নম্বর পাওয়া যাবে, যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকলে এসিল্যান্ড অফিস থেকে নামজারি খতিয়ান প্রদান করা হবে।
সতর্কবার্তা
সরকারি নির্ধারিত ফি’র বাইরে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করলে নাগরিকরা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন।
সুবিধা
নামজারি সম্পন্ন হলে খাজনা পরিশোধসহ অন্যান্য জমি-সংক্রান্ত কাজ অনলাইনে ঘরে বসেই করা যাবে।









































