দেশজুড়ে: যশোরের মণিরামপুর থানার সেকেন্ড অফিসার আবু বক্কর দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মণিরামপুর কাপুড়িয়া পট্টিতে মোশাররফের কাপড় দোকান লুটপাট ও অবরুদ্ধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছালে আদম আলী ও কমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে লোকজন আতর্কিত হামলা করে।
এবিষয়ে দায়িত্বরত এস আই আবু বক্কর জানান, মোশাররফ হোসেনের ফোন পেয়ে ওসি স্যারকে জানালে তিনি আমাকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে আদম আলী ও কমিশনার বাবুল আক্তার শতাধিক লোকজন নিয়ে হামলা করেন আমাদের ওপর।
এসময় কমিশনাল বাবুলকে ধরে ফেলি। তখন সাথে থাকা লোকজন কিল ঘুষি, ধাক্কা দিয়ে মেরে কমিশনারকে নিয়ে পালিয়ে যায়। কয়েকজনকে আটক করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, এস আই আবু বক্কর অভিযানে থাকার সময় একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |