প্রচ্ছদ সারাদেশ রাজধানী থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানী থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সারাদেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি ও ছাত্রলীগ নেতা তপু নন্দীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তপু নন্দী কোতোয়ালি থানার ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। কোতোয়ালি থানার মামলায় বুধবার (৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেয় ভুক্তভোগী মো. সুজন। ওই সময় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলার পাশাপাশি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভুক্তভোগী সুজনসহ অনেকে হতাহত হন। পরবর্তীতে সুজন বাদী হয়ে গত রোববার (৩ নভেম্বর) কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার তপু নন্দী এ মামলার এজাহারনামীয় আসামি। থানা সূত্রে জানা গেছে, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে এজাহারনামীয় আসামি তপু নন্দীকে গ্রেপ্তার করা হয়।

সূত্র : Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।