
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে তিনি আমজনতার দলে নিজের সদস্যপদ গ্রহণ করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।
রোববার সন্ধ্যায় তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি ঠিক করেছিলেন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবেন। এ লক্ষ্যে তিনি কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলেও আদর্শগত মিল না থাকায় সেখানে যোগ দেননি।
হিরো আলম বলেন, তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনার পর তিনি আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, রোববার সন্ধ্যাতেই আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি জানাতে তিনি সংবাদ সম্মেলনও করবেন বলে জানান।








































