প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সর্বশেষ আপডেট দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সর্বশেষ আপডেট দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো সরকারিভাবে কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, “গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন জমা দেননি।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানান।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নিশ্চিত করেছিলেন।

২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে প্রায় ১৮ বছর ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে ইতিমধ্যে দলটির পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক: স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সদস্য সচিব: জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ না থাকায় দেশে ফিরতে হলে তাকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টার তথ্যমতে, ১৬ ডিসেম্বর রাত পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু না হওয়ায় রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। তবে বিএনপি নেতারা আশাবাদী যে, নির্ধারিত সময়ের আগেই সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।