
তারা ভেবেছিল ডিম ছুড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
তিনি বলেন, ‘ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া। তারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব।
মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
মর্যাদার রাজনীতি কেমন হবে তার উদাহরণ দিয়ে তিনি লেখেন, ‘একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে, একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে, রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না, একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না, একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে কোনো ভয় ছাড়া।’
তিনি আরো লেখেন, ‘আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো : বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।
উল্লেখ্য, গতকাল সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম ছোড়ে এবং অকথ্য ভাষায় গালাগালের মাধ্যমে লাঞ্ছিত করে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।













































