
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিবহনে যুক্ত হয়েছে নতুন ৪টি ইলেকট্রিক শাটল। বর্তমানে মোট ৮টি শাটল শিক্ষার্থীদের জন্য চলাচল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই শাটলের সংখ্যা ২০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “ব্যবস্থা উন্নীতকরণের ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর অংশ হিসেবে নতুন চারটি শাটল যুক্ত হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও সম্পন্ন হয়েছে। আশা করছি, এসব শাটল নিয়মিত চলাচল শুরু করলে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের দৌরাত্ম অনেকটাই কমে আসবে।”
পরিবহন সম্পাদক আরো জানান, শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড সেবা চালু করা হয়েছে। ফজিলাতুন্নেছা হল ও কুয়েত মৈত্রী হলের জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ৩টি শাটল। পাশাপাশি গ্রীন ফিউচার ফাউন্ডেশনের সঙ্গে ডাকসুর নিয়মিত বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধানে কাজ চলছে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে যৌক্তিক ভাড়া নির্ধারণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আসিফ আব্দুল্লাহ।
তিনি বলেন, অতি শীঘ্রই ২০টি শাটল নিয়মিত চলবে। একই সঙ্গে ভাড়ার চার্ট তৈরি করা হচ্ছে। এছাড়া নির্দিষ্ট পোশাক পরিহিত নির্দিষ্ট রিকশাচালক নিয়োগের মাধ্যমে ভাড়ায় রিকশা সেবাকেও শৃঙ্খলায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, নতুন শাটল যোগ হওয়ায় ক্যাম্পাসে তাদের যাতায়াত কিছুটা হলেও সহজ হবে। তবে সেবা নিয়মিত রাখা এবং প্রতিশ্রুত ২০টি শাটল দ্রুত চালু করার ওপরই তারা জোর দিচ্ছেন।













































