
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য থেকে জানা যায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শারীরিক শিক্ষা কেন্দ্রের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১৯৬৩টি ভোটের মধ্যে ১২৫৬ জন ভোট দিয়েছেন। অপরদিকে, দুপুর পৌনে ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে, শারীরিক শিক্ষা কেন্দ্রের সলিমুল্লাহ মুসলিম হলের ৬৬৫টি ভোটের মধ্যে ৩৫৫ জন ভোট দিয়েছেন। একই কেন্দ্রে জগন্নাথ হলের ভোট ২২২৫ ভোটের মধ্যে ১৩০০ এর মতো কাস্ট হয়েছে বলে জানা গেছে।
সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেন।











































