
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বিএনপি নয়, বরং ড. ইউনূস নিজেই বলেছেন। শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “আমরা বলিনি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে—এই কথা ইউনূস সাহেব নিজেই বলেছেন। এখন যদি জুন মাসের মধ্যে নির্বাচন করতে চাওয়া হয়, তাহলে তা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন চাইলে সেটা ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”
ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, “খুব দুঃখের সঙ্গে বলছি, ইউনূস সাহেব জাপানে বসে বিএনপিকে বদনাম করছেন। দেশের বিরুদ্ধে বিদেশে বসে এমন কথা বলা অত্যন্ত লজ্জাজনক। এভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়।”
তিনি আরও বলেন, “তিনি বলছেন, একটি দল নির্বাচন চায়। আমি বলি, একটি লোকই নির্বাচন চায় না—তিনি হলেন ড. ইউনূস। মূলত উনি নিজেই নির্বাচন চান না।”