প্রচ্ছদ জাতীয় ট্রাকের নিচে পুলিশ সদস্য: ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

ট্রাকের নিচে পুলিশ সদস্য: ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছেন মো. আলাউদ্দিন (৩০) নামে এক পুলিশ সদস্য।

রোববার (২২ জুন) ভোরে উপজেলার আধুনগর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল থামাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে আহত আলাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার একটি পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলেছেন।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর এলাকায় ওই সময় পুলিশ চেকপোস্ট দিয়ে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন মোটরসাইকেল আটকের চেষ্টা চলাকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছে পুলিশ সদস্যরা। একপর্যায়ে প্রথমে একটি ট্রাক চেকপোস্টের সামনে আসে। এর পেছনে ছিল একটি মোটরসাইকেল। একজন পুলিশ সদস্য সেটিকে থামার সংকেত দেন। কিন্তু সেটি ধীরগতিতে চলা ট্রাককে অতিক্রম করে এগিয়ে যাবার চেষ্টা করে। তখন একজন পুলিশ সদস্য দৌড়ে রাস্তা পার হয়ে সেটিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। ঠিক একই সময় ট্রাকের অন্য পাশে আরেকটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করতে থাকে। পুলিশ সদস্যরা থামার সংকেত দিলেও সেটিও দ্রুত চলে যাবার চেষ্টা করে। ওই মোটরসাইকেলে দুজন ছিলেন। একজন পুলিশ সদস্য দৌড়ে গিয়ে পেছনে বসা যুবককে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার পাশে পড়ে যান। তখন আলাউদ্দিন পাশ থেকে দৌড়ে এসে মোটরসাইকেলের চালককে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন।

তিনি আরও জানান, বর্তমানে আহত পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।