
সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই প্রথমবার ঢলে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। পরবর্তীতে বর্তমানে মঞ্চে বসে বক্তব্য শেষ করেন তিনি।
জামায়াত আমিরের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’
এদিন মঞ্চে বক্তব্য শুরুর পরপর জামায়াত আমির বলেন, আরও একটি লড়াই আসছে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে।
এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই ঢলে পড়েন জামায়াত আমির। ওই সময় দ্রুত নেতাকর্মীরা তাকে সামনে নেন। পরে জামায়াত আমির আবারও উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে বক্তব্য অব্যাহত রাখেন। তবে কিছু সময় পর আবারও ঢলে পড়েন তিনি। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের শান্ত থাকতে বারবার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় নেতাকর্মীরা তাকে ধরে রাখেন।