প্রচ্ছদ আর্ন্তজাতিক জানা গেল পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটারের নাম-পরিচয়

জানা গেল পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটারের নাম-পরিচয়

পাকিস্তানের বিমান হামলায় নিজেদের তিন ক্রিকেটার নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই সঙ্গে তারা পাকিস্তানকে দায় দিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এসিবি জানায়, ‘পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলায় পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের শাহাদতের ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

এসিবি নিশ্চিত করেছে, নিহত ক্রিকেটাররা হলেন কবির, সবঘাতুল্লাহ এবং হারুন। তারা উরগুন জেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় এক সমাবেশে উপস্থিত অবস্থায় পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারান। ওই হামলায় আরও আটজন নিহত ও সাতজন আহত হন।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘এই হৃদয়বিদারক ঘটনায় উরগুন জেলার তিন ক্রিকেটার—কবির, সবঘাতুল্লাহ ও হারুন—সহ আরও পাঁচজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। তারা এর আগে পাকতিকার রাজধানী শারানা শহরে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে স্থানীয় এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তারা হামলার লক্ষ্যবস্তু হন।’

আফগান সংবাদমাধ্যম তোলোনিউজ জানিয়েছে, শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে একাধিক বিমান হামলা চালায়। এতে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়।

দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই ৪৮ ঘণ্টার এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ছিল। এর মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান এর আগে চলমান দোহা আলোচনার সময় পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান জানিয়েছিল, যার উদ্দেশ্য ছিল সীমান্ত উত্তেজনা প্রশমিত করা ও সহিংসতা প্রতিরোধ করা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘এই বর্বরোচিত ঘটনায় আমরা কেবল ক্রিকেটার নয়, আমাদের জাতীয় গর্বের প্রতীক তিন তরুণ প্রতিভাকে হারালাম। শান্তি ও মানবতার নামে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’