
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৭ জানুয়ারি সরাইলের ইসলামাবাদ এলাকায় সংঘটিত ঘটনায় আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ধারার বাইরে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, প্রতিদ্বন্দ্বী দলের লোকজন নিয়মিতভাবে আচরণবিধি লঙ্ঘন করছে। আমি শুধু তাদের আচরণ প্রকাশ করতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছি। এ পরিপ্রেক্ষিতে ডিসি এই ধরনের চিঠি ইস্যু করতে পারেন না।
যেই ইউএনও অফিসের একটা চিঠির গোপনীয়তা রাখতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, তারা কী করে একটা নির্বাচন পরিচালনা করবেন? এমন প্রশ্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








































