নয়াপল্টন কেন্দ্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে প্রচুর নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব এই সমাবেশ শুরু হয়।
সমাবেশটি সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সমাবেশ শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে।
এর আগে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের এলাকা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে। জনস্রোত এতটাই ঘন হয়ে যায় যে পুরো নয়াপল্টন চত্বর যেন জনসমুদ্রে পরিণত হয়।










































