
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের চারটি ফলাফল ঘোষনা করা হয়েছে। শিবির সমর্থিত ভিপি জিএস এজিএস এগিয়ে আছেন ভোটের ব্যবধানে।
সম্পাদকীয় ১১পদের ৮টিতে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল। সদস্য ৭ পদের ৫টিতে এগিয়ে শিবির।
জকসু ছাত্র সংসদ নির্বাচন এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রের মোট ফলাফল:
ভিপি পদে—
রিয়াজুল: ৪২৭ ( শিবির)
একেএম রাকিব: ৩৯৪ ( ছাত্রদল)
জিএস পদে—
খাদিজাতুল কুবরা: ২০৫ (ছাত্রদল)
আব্দুল আলিম: ৩৮৫ শিবির)
এজিএস পদে—
তানজিল: ৩২১ ( ছাত্রদল)
মাসুদ: ৪০৫ ( শিবির)







































