প্রচ্ছদ জাতীয় ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে

ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে বিএনপি-জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা সনদে স্বাক্ষর করেন।

তবে জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

এদিন জুলাই সনদে স্বাক্ষরের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা।

তারা সনদে স্বাক্ষর করা দলগুলোর তীব্র সমালোচনা করেছেন। এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতসহ একাধিক দলকে জুলাইয়ের ‘গাদ্দার’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার রাতে এনসিপি নেতাকর্মীদের এমন সমালোচনার জবাব দিয়েছেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ‘বিএনপি, জায়ায়াতসহ ২৫টি রাজনৈতিক দল এবং আপ বাংলাদেশ জুলাইয়ের গাদ্দার। এই গাদ্দারিতে সমন্বয় করেছে ড. ইউনূস ও তার অন্তর্বর্তী সরকার। এনসিপি, সিপিবি, বাসদ, জাসদ হলো জুলাইয়ের একমাত্র শক্তি। এনসিপির ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে?’

রাফে সালমান রিফাতের ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন।

তিনি বলেছেন, ‘এনসিপির ছাত্র উপদেষ্টা মানে কি রিফাত। ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের প্রতিনিধি। তোমরা তো পুরো প্রশাসন দখলে নিয়েছ।’

সূত্র: কালের কণ্ঠ