বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তথাকথিত সুশীল সমাজের অংশীজনদের কথা শুনলে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেয়া ভাষণের একটি ক্লিপ শেয়ার করে ক্যাপশনে এমন মন্তব্য করেন তিনি।
ভিডিওটি শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনেরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না।
তিনি আরও লেখেন, তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।
সবশেষ এ সমন্বয়ক লেখেন, সুশীলদের জাপা প্রীতির কারণ দেখেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |