ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস এখনও জেলবন্দি। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে তার জামিন আবেদনের শুনানি হবে। এর আগেই চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, তিনি চিন্ময় প্রভুর প্রাণহানির আশঙ্কা করছেন।
ভারতের কলকাতার ব্যারাকপুরে তার ছেলের বাড়িতে বসে রবীন্দ্র ঘোষ জানান, ঢাকা থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন তিনি। সাত-আট দিন থাকবেন। এইমস হাসপাতালে তার পূর্বে অপারেশন হয়েছিল। সেটারই ফলো আপ করাতে এসেছেন।
রবীন্দ্র ঘোষ বলেন, আইনজীবী হিসেবে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নেই। তারপর চিন্ময়কৃষ্ণ প্রভুর এলেন। কান্না জড়ানো কণ্ঠ, চোখে জল।
তিনি বলেছেন, ‘বাবা কেমন আছেন?’ আমি বললাম, ‘আপনি কেমন আছেন?’ বলতেই আমাকে জড়িতে ধরলেন। তিনি কেবল একা নন, আরও দুজন সাধুকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুর্বল হয়ে যাচ্ছেন।
আইনজীবী জানান, তাকে চার ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়েছিল। তিনি লড়াইয়ের নয়া কৌশল তৈরি করছেন। রবীন্দ্র ঘোষ বললেন, ২ তারিখ আমি আবার যাব আদালতে। ফাইট করবই। তার মৃত্যুর ভয় আছে বলে মনে করছি।
সূত্র : বাংলা ট্রিবিউন
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |