
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে মাস্টার দা সূর্য সেন হলের ফল ঘোষণা করা হয়। এতে ভিপি-জিএস-এজিএস তিন পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি (সহ-সভাপতি) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনি পেয়েছেন ১৪৮৮ ভোট। ১৪১ ভোট। অপরদিকে,ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয়ের পক্ষে ভোট পড়েছে ৬৮০টি।
জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ৪৫৮ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল প্রার্থী মুন্নার প্রাপ্ত ৯০৬ ভোটের বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তৌফিকের প্রাপ্ত ভোট ৮৬৮।
আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
বিজয় ২৪ হল মেয়েদের হল মূল সংসদ ভিপি: ১. সাজ্জাদ হোসেন হৃদয় (ছাত্রদল)- ২৮৮ ২. ইব্রাহিম রনি (শিবির)- ৬৪৪ জিএস: ১. শাফায়াত (ছাত্রদল)- ৮৯ ২. সাঈদ বিন হাবিব (শিবির)- ৬৮৯ এজিএস: ১. তৌফিক (ছাত্রদল)- ৫৬৯ ২. সাজ্জাদ হোসেন মুন্না (শিবির)- ৩৮৯
চাকসু নির্বাচনের ফলাফল : শহীদ আব্দুর রব হল কেন্দ্রীয় সংসদ ভিপি রনি (শিবির)-৬৪৯ হৃদয় (ছাত্রদল)-২৮২ জিএস সাঈদ (শিবির)- ৬৩৬ শাফায়েত (ছাত্রদল) -১৫৭ এজিএস তৌফিক (ছাত্রদল)- ৫৪০ মুন্না (শিবির)- ৩৬৩
বিজয় ২৪ হল কেন্দ্রীয় সংসদ ভিপি ইব্রাহিম রনি ( শিবির) – ৬৪৪ সাজ্জাদ হোসেন হৃদয় ( ছাত্রদল) – ২৮৮ জিএস সাঈদ বিন হাবিব (শিবির) – ৬৮৯ শাফায়াত ( ছাত্রদল) -৮৯ এজিএস তৌফিক (ছাত্রদল) – ৫৬৯ মুন্না (শিবির) – ৩৮৯
উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।








































