
চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) জামায়াতে ইসলামী তাদের ঘোষিত প্রার্থী পরিবর্তন করেছে। নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন বিদেশে পলাতক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে এ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন জামায়াতে উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। আলাউদ্দিন শিকদার নিজেও জামায়াতের হয়ে আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে অধ্যক্ষ আমিরুজ্জামান সাহেব কেন্দ্রীয় জামায়াতের কাছে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড তাঁর আবেদন বিবেচনা করে তা গ্রহণ করেছে।
নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
ডা. এটিএম রেজাউল করিম সিলেট মেডিক্যাল কলেজ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। চট্টগ্রাম ফিরে একাধিক হাসপাতাল প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি সমমনাদের নিয়ে ‘পার্কভিউ হসপিটাল’ নামে একটি প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
পার্কভিউ করোনাকালে চট্টগ্রামবাসীর আশ্রয়স্থল হিসেবে খ্যাতি লাভ করে। শুরু থেকে সেই পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ডা. এটিএম রেজাউল করিম।
সুত্রঃ কালের কণ্ঠ