প্রচ্ছদ আন্তর্জাতিক ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রাতে

ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রাতে

আন্তর্জাতিক : একটি গভীর নিম্নচাপ যা ভারতের কচ্ছের রণ অঞ্চলে জন্ম নিয়েছে তা বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে বা আগামীকাল (শুক্রবার) সকালে সিন্ধু উপকূলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাকিস্তান আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ১০ টায় জারি করা একটি সতর্কতা বার্তায় অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য ভারত এবং দক্ষিণ পাকিস্তানে অবস্থিত লবণাক্ত কাদামাটির বিশাল এলাকা কচ্ছের রণের উপর একটি গভীর নিম্নচাপ গত ১২ ঘণ্টা ধরে খুব ধীরে ধীরে পশ্চিম/দক্ষিণ-পশ্চিমে সরে গেছে এবং এখন করাচির প্রায় ২৭০ কিলোমিটার পূর্ব/দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

এটি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং গভীর রাত/ আগামীকাল সকাল নাগাদ সিন্ধু উপকূল বরাবর উত্তর-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

আরও বলা হয়, অনুকূল পরিবেশগত অবস্থার কারণে, নিম্নচাপটি আগামীকালের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং প্রাথমিকভাবে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে করাচি বিভাগের পাশাপাশি থারপারকার, বাদিন, ঠাট্টা, সুজাওয়াল, হায়দ্রাবাদ, তান্দো মুহাম্মদ খান, তান্দো আল্লাহয়ার, মাটিয়ারি, থারপারকার, বাদিন, থাট্টা, তেন্ডো মুহাম্মাদ খান অঞ্চলে ৩১ আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতসহ ব্যাপক বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কি.মি বেগে ঝোড়ো হাওয়া বইছে করাচিতে।

সূত্র : চ্যানেল ২৪

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।