
জুলকারনাইন সায়ের ও গোলাম মাওলা রনি
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে ‘পল্টিবাজ’ আখ্যা দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, কারো মৃত মা-বাবাকে নিয়ে নোংরা কথা বলা একটা অত্যন্ত নোংরা কাজ। কিছুক্ষণ আগে গোলাম মাওলা রনি নামের একজন ব্যক্তির একটি পোস্ট লক্ষ্য করলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে কেন্দ্র করে। গোলাম মাওলা রনি যে ছবিটি ওই পোস্টে ব্যবহার করেছেন সেটা পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের।
জুলকারনাইন সায়ের লেখেন, রনি সাহেব আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, ২০১৩ সালে ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেলের দুইজন সাংবাদিককে মারধর করার অভিযোগে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করেছিল, তখন তিনি একজন সংসদ সদস্যও ছিলেন।
তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোন মন্তব্য করতে আগ্রহী নই। যদিও তিনি রাজনীতির জগতে একজন পল্টিবাজ হিসেবে বহুল পরিচিত।
তিনি আরও লেখেন, একজন রাজনৈতিক নেতা হয়ে সাধারণ একজন নাগরিকের মৃত মাকে নিয়ে এ ধরনের মন্তব্যের নিন্দা জানাই। আপনি যেহেতু রাজনীতির সাথে যুক্ত, আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে সেটাই স্বাভাবিক।
কিন্তু তার উত্তরে যদি আপনি কারো মৃত মা-বাবা নিয়ে এত জঘন্য কথা বলেন, তাহলে সম্ভবত রাজনীতি বাদ দিয়ে নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক টাইপ কোন কাজ বেছে নেয়া উচিত।
সূত্র: যায়যায়দিন












































