প্রচ্ছদ জাতীয় গুলশানে ডাক পেলেন বিএনপির ৬০ মনোনয়নপ্রত্যাশী

গুলশানে ডাক পেলেন বিএনপির ৬০ মনোনয়নপ্রত্যাশী

আগামীকাল বিকাল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক। ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন দক্ষিণাঞ্চলের প্রার্থীরা। সেই বৈঠকে ঢাকায় ডাকা হয়েছে বরিশালের ২০ নির্বাচনি এলাকার বিএনপিদলীয় ৬০ মনোনয়নপ্রত্যাশীকে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, এই বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিএনপির মতো বড় একটি দলে সংসদ-সদস্য নির্বাচন করার মতো যোগ্যতাসম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে।

জানা গেছে, বরিশালের ২১ নির্বাচনি এলাকায় প্রায় চূড়ান্ত হয়ে গেছে বিএনপিদলীয় মনোনয়ন। যদিও এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত চলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারেও ডাক পাননি সবাই। ২১ আসনে মনোনয়ন চাওয়া সাড়ে তিনশ এর বেশি নেতার মধ্যে ডাকা হয় মাত্র ৫৩ জনকে।

দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিন মাধ্যমে নেওয়া হয়েছে সব নির্বাচনি এলাকার মাঠপর্যায়ের রিপোর্ট। ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। যে কারণে আগের মতো দলের হাই প্রোফাইল নেতাদের পেছনে ছুটে কোনো লাভ হচ্ছে না কারও। আন্দোলন-সংগ্রামে ভূমিকা আর জনপ্রিয়তায় প্রথম সারিতে থাকা, ২০১৮-র নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন এমন নেতারাই ডাক পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে।

বিকাল ৪টায় বৈঠকের সময় দেওয়া হলেও ৩টার মধ্যে পৌঁছাতে বলা হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের। গুলশান অফিস থেকে ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ যেতে হবে হেঁটে বা অন্য কোনো বাহনে। এই নির্দেশনা দেওয়া হয়েছে গুলশান অফিস এলাকা যানজট আর ভিড়মুক্ত রাখতে।

সূত্র: জনকণ্ঠ