প্রচ্ছদ জাতীয় গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছেন তারেক রহমান

গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আগমন ঘটতে পারে। তাই দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব এখন আমাদের সবার।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার ঘর। এই ঘরে ১৫-১৬ বছর ধরে ডাকাত পড়েছিল, জনগণ তাকে বিতাড়িত করেছে। এখন দেশ পুনর্গঠনের সময়।’

তিনি আরো বলেন, স্বাধীনতার পর স্বৈরাচার-একদলীয় শাসন ও স্বৈরতন্ত্র বারবার এদেশে মাথাচাড়া দিয়েছে, আবার জনগণের আন্দোলনে তা পরাজিত হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণই বিএনপির শক্তির উৎস। সবার আগে বাংলাদেশ—এই অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হন জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যরা।