নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুকের নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। পরে প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে নির্বাচনি গণসংযোগ চালাতে গিয়ে এই হামলার শিকার হন ডাব প্রতীকের প্রার্থীসহ উপস্থিত সমর্থকরা।
আটককৃতরা হলেন উপজেলার পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফি।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ‘ছাত্রলীগের পরকোট ইউনিয়নের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে সন্ধ্যায় ৮/১০ জন মিলে লাঠিসোঁটা নিয়ে নিয়ে এই হামলা করে। এতে আমার দলের অনেক নেতাকর্মী আহত হয়।’
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |