নিউজ ডেস্ক: খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ জাকারিয়ার পদত্যাগের দাবি করেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকালে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মাদ্রাসায় একত্রিত হয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে তারা আলটিমেটাম দেয় মঙ্গলবার (১৩ আগস্ট) ২০২৪ইং কার্যদিবসের মধ্যে প্রিন্সিপাল আবুল খায়ের মুহাম্মদ জাকারিয়াকে পদত্যাগ করতে হবে।
আবুল খায়ের মুহাম্মদ জাকারিয়া ২০১২ সালে মাদ্রাসার অধ্যক্ষর দায়িত্বে আসে। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সময় অধ্যক্ষের চেয়ার দখল করেন জাকারিয়া। নিজের অবস্থানকে শক্ত ও সাধারন ছাত্ররা যাতে প্রতিবাদ না বলতে পারে এজন্য ছাত্রলীগের কিছু সন্ত্রাসীকে ক্যাম্পাসের পাওয়ার দিয়ে দেয়। মাদ্রাসার শিক্ষকদেরও টু শব্দ করতে দেওয়া হয়নি, যারাই প্রতিবাদ করেছে তাদের হতে হয়েছে লাঞ্চিত। মাদ্রাসার ফান্ড থেকে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে পাওয়া যায়। মাদ্রাসার সাধারন ছাত্ররা প্রতিবাদ করলে অধ্যক্ষ নিজে পুলিশ এনে শিবির বলে ধরিয়ে দিতো বলে অভিযোগ পাওয়া যায়।
এই সব অভিযোগ নিয়ে অধ্যক্ষ জাকারিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে উনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর আগে সোস্যাল মিডিয়ায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝড় উঠে। ফেসবুকে মাদ্রাসার গ্রুপে দেখা যায় অনেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মন্তব্য করতে থাকে। সাইফ ইসলাম লিখেন, প্রিন্সিপাল হুজুর সরকারি দলের সাথে লিয়াজু করে মাদ্রাসা পরিচালনা শুরু করে এবং অনেক ছাত্রকে মাদ্রাসা থেকে মারধর করে বের করে দিয়েছে। যার সাথে সরাসরি প্রিন্সিপাল হুজুর এবং ছাত্রলীগের ছেলেরা সরাসরি জড়িত। সাইফুজ্জামান লিখেন, প্রিন্সিপালকে দ্রুত ধরতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |