
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন পাকিস্তান, ভারত, ভুটান ও মালদ্বীপের চারজন মন্ত্রী।
পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল ঢাকায় পৌঁছাবেন এবং তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেন।
এছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও আগামীকাল ঢাকায় আসবেন বলে সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকা দূতাবাস সূত্রে জানা গেছে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। এ প্রেক্ষিতে তার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








































