প্রচ্ছদ জাতীয় ক্ষমা চাইলেন রাশেদ, জানালেন দল বদলের কারণ

ক্ষমা চাইলেন রাশেদ, জানালেন দল বদলের কারণ

গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদ খান। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এ পদত্যাগ করেন। দল বদলের বিষয়ে নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কাছে পাঠানো পদত্যাগপত্রে রাশেদ খান জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন রাজপথে আন্দোলন ও রাজনীতিতে তিনি নূরসহ দলের সহযোদ্ধাদের সঙ্গে কাজ করেছেন। এই দীর্ঘ পথচলায় তাঁর কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

পদত্যাগপত্রে রাশেদ খান আরও উল্লেখ করেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নূরের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করে দলের প্রতি শুভকামনা জানান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খানকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন দেয়। দলীয় কৌশলের অংশ হিসেবে তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানান, আন্দোলন-সংগ্রাম বিএনপির নেতৃত্বে ও তাদের সমন্বয়ে পরিচালিত হওয়ায় ভবিষ্যতেও যুগপৎ আন্দোলনের অংশীদার হিসেবে একসঙ্গে থাকার কৌশল নেওয়া হয়েছে। বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ প্রতীকে অংশ নিতে হয়। বাস্তবতা বিবেচনায় নিয়ে সব আসনে সব প্রতীকে বিজয় সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।