Home হেড লাইন কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম

0
কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম

কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এবার সেই কাতারে নাম লেখালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম 

মঙ্গলবার (১৬ জুলাই) তিনি ফেসবুকে লিখেছেন, ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করছো, তারাও কারও না কারও বোন, ভাই।

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম 

আর এস ফাহিম আরও লিখেছেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না।

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম 

সবশেষে এই কন্টেন্ট ক্রিয়েটর লিখেছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তারুণ্যের জয় হোক।

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম 

এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন আর এস ফাহিম 

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।