
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় চমক দেখা যাচ্ছে। এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ১০টি হলের ফলাফলে ভিপি (সহসভাপতি) ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জিএস (সাধারণ সম্পাদক) পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তবে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা হলগুলোতে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সৈয়দ আমীর আলী হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে মোট ১০টি হলের (ছাত্রীদের ৬টি ও ছাত্রদের ৪টি) ফল প্রকাশ সম্পন্ন হয়।
ঘোষিত ১০টি হলের সম্মিলিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৬ হাজার ৬১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ৩ হাজার ৫৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৫ হাজার ৮০৭ ভোট।
এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ৭৬৫ ভোট। জিএস পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল-সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়।
এরপর ছাত্রদের চারটি হলের ফল ঘোষণা করা হয়। হলগুলো হলো শেরে বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল এবং সবশেষে সৈয়দ আমীর আলী হল। সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষরা হল সংসদ নির্বাচনের ফলাফল এবং রাকসু ও সিনেট নির্বাচনের কেন্দ্রীয় ফল ঘোষণা করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।
সূত্র : চ্যানেল২৪











































