প্রচ্ছদ জাতীয় কারাগার থেকে সেইফ হোমে পলক

কারাগার থেকে সেইফ হোমে পলক

জাতীয়: কাশিমপুর কারাগার থেকে রাজধানী ঢাকার ধানমণ্ডির সেইফ হোমে নেয়া হয়েছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে প্রিজনভ্যানে করে সেইফ হোমে নেয়া হয়েছে তাকে।

জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সেইফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে পলককে। একইসঙ্গে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধসহ গণহত্যা সংঘটনের পরিকল্পনা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার শুনানি শেষে সবাইকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলা হয়। তখন প্রিজনভ্যানের ভেন্টিলেটর থেকে সাংবাদিকদের কাছে তিনি জানতে চান―আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো।

সাংবাদিকরা জবাবে বলেন, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? তখন জবাবে পলক বলেন, দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা।

গত ১২ ডিসেম্বর জুনাইদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।