প্রচ্ছদ হেড লাইন কয়েক কদম এগোলেই বেঁচে যেতেন ববি শিক্ষার্থী মিম, সিসিটিভি ফুটেজে যা দেখা...

কয়েক কদম এগোলেই বেঁচে যেতেন ববি শিক্ষার্থী মিম, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

হেড লাইন: একটি সিসিটিভির ফুটেজে পাওয়া ৩৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গত ৩০ অক্টোবর রাত ৮টা ৫৯ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফাওজিয়া মিম পায়ে হেঁটে রাস্তা পারা হচ্ছিলো।

ভিডিওতে আরও দেখা যায়, রাস্তার মাঝামাঝি আসার পর নারায়ণগঞ্জ এক্সপ্রেসের একটি বাস পটুয়াখালীর দিক থেকে দ্রুত ছুটে আাসে। এসময় মিম এক কদম পিছনে আসলেও পরক্ষণেই আবার সামনে এগিয়ে পারাপারের চেষ্টা চালায়। কিন্তু তার আগেই বাসটি তাকে ধাক্কা দিয়ে ছুটে চলে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন সেখানে ছুটে আসে তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (১লা নভেম্বর) তৃতীয় দফায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এরআগেও শিক্ষার্থীরা একই দাবিতে গত দুইদিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানায়, বাস চালককে গ্রেপ্তার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, সড়কে নিরাপত্তা নিশ্চিতসহ বেশ কয়েকটি দাবি করা হয়েছে। কিন্তু কোনো দাবিরই দৃশ্যমান পূরণ হয়নি। যে কারণে আবারও সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মাইশা ফাওজিয়া মিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।