প্রচ্ছদ জাতীয় কতদিন থাকবে শীতের তীব্রতা? যা জানাল আবহাওয়া অধিদপ্তর

কতদিন থাকবে শীতের তীব্রতা? যা জানাল আবহাওয়া অধিদপ্তর

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনকার মতো শীতের অনুভূতি আরও কিছুদিন থাকতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরের কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার কারণে সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ভোরের দিকে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হাওর–অধ্যুষিত কিশোরগঞ্জের নিকলিতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আবহাওয়ার হিসাবে মৃদু শৈত্যপ্রবাহের আওতায় পড়ে। এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকলে শীতের অনুভূতিও একইভাবে বজায় থাকতে পারে, বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে।