প্রচ্ছদ জাতীয় ওসমান হাদির পর ভারতের পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ

ওসমান হাদির পর ভারতের পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্র দাবি করছে, ওসমান হাদিসহ দেশের অন্তত ৭০ জন রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের একটি ‘হিট লিস্ট’ তৈরি করেছে ঘাতক চক্র। তালিকায় দ্বিতীয় টার্গেট হিসেবে নাম এসেছে জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহর।

ভারতীয় সাবেক কর্মকর্তার প্রকাশ্য হুমকি

এই আশঙ্কার মাঝেই ভারতের সাবেক সামরিক কর্মকর্তা কর্নেল অজয় রায়নার একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘ব্যাটালিয়ন ৭১’ নামক একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে অজয় রায়না সরাসরি লিখেছেন, “হাদির পর পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ।” তার এই প্রকাশ্য হুমকি এবং হাদির ওপর হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রওশন হক নামে এক বাংলাদেশি নেটিজেন এর কড়া জবাব দিয়ে লিখেছেন, “তারা কি ভুলে গেছে? বাংলাদেশ চাইলে ভারতের অভ্যন্তরেও একই খেলা খেলতে পারে।”

হাসনাতের হুঁশিয়ারি ও হিমন্ত বিশ্বশর্মার পারমাণবিক হামলার ইঙ্গিত

এর আগে গত সোমবার শহীদ মিনারে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত করলে আমরাও চুপ থাকব না।” হাসনাতের এই বক্তব্যের পর ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক ভাষণে বাংলাদেশকে পরোক্ষভাবে ‘পারমাণবিক হামলার’ ভয় দেখিয়ে বলেন, “ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। শত্রুতা করলে শিক্ষা দেওয়া হবে।”

ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনার নির্দেশ

এদিকে, হাদি হত্যাচেষ্টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বেশ কিছু অডিও ক্লিপ ফাঁস হয়েছে। একটি অডিওতে তাকে উসকানিমূলক কথা বলতে শোনা যায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যারা তোমাদের ঘরবাড়ি পুড়িয়েছে, তারা রাস্তায় নামলে তোমরা যাবে কোথায়? একজোট হয়ে নামো।” অন্য একটি অডিওতে গোপালগঞ্জের এনসিপি নেতাদের ওপর হামলার নির্দেশ দিতেও তাকে শোনা গেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছিলেন যেন গোপালগঞ্জ থেকে এনসিপির কোনো নেতা ‘অক্ষত অবস্থায়’ ফিরতে না পারে।

ওসমান হাদির ওপর হামলা, ভারতের সাবেক সেনা কর্মকর্তার সরাসরি হুমকি এবং হাসিনার ফাঁস হওয়া অডিও কল—সব মিলিয়ে দেশের শান্তিকামী মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেওয়া ঘাতকদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি বড় নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।