
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সীমান্ত দিয়ে লোক পারাপার করার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ফয়সাল ও আলমগীর।
পুলিশ জানায়, ওসমান হাদীকে গুলির সঙ্গে জড়িতরা সীমান্ত পার হতে পারে সেজন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।
এর আগে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে গতকাল রাতে একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফ্তারের সংখ্যা দাঁড়ালো মোট ৩ জন।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমানের এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন হাদি।












































