প্রচ্ছদ ধর্ম ও জীবন ওমরাহ পালনে আগ্রহীদের বড় সুখবর দিল সৌদি আরব

ওমরাহ পালনে আগ্রহীদের বড় সুখবর দিল সৌদি আরব

ধর্ম ও জীবন: যেসকল মুসল্লি ওমরাহ পালন করতে আগহী তাদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ওমরাহ পালনের জন্য নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার প্রয়োজন হবে না। যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ পালন করা যাবে। গালফ নিউজ জানিয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে বলেছে, যেকোন স্থান থেকে এবং যেকোনো ভিসায় দেশটিতে অবস্থানকারীরা স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে পারবে। মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ই-ভিসাসহ সমস্ত ভিসাধারীরা এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।

দেশটিতে ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ ব্যবহার করে অনুমতি নিতে এবং ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে আচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় মেনে চলতে আগ্রহীদের অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।নুসুক প্ল্যাটফর্মটি মুসলিমদের জন্য আবাসন ব্যবস্থাসহ আনুষাঙ্গিক আরও বেশকিছু বিষয়ে অনুমতি ও সেবা দিয়ে থাকে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি বিদেশি মুসলমানদের ওমরাহ পালনে সৌদিতে আসার জন্য অনেক সুবিধা চালু করেছে। যার মধ্যে অন্যতম হলো, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের অনুমতি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।