
মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছে ভুল বুঝানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘গেল এপ্রিল মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ মামলার রায় ঘোষণার পর, অন্তর্বর্তীকালীন সরকার আদালতের আদেশ অমান্য করে হাসিনা আমলের ধারা অনুসরণে স্পষ্ট আদালত অবমাননা করেছিল। সেই থেকে ঢাকা দক্ষিণের ভোটাররা রাজপথে নেমে আসে এবং টানা এক মাসের অধিক সময় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে।
যারা ভেবেছিল এই রায়ের ফলে তাদের দুর্নীতি ও অবৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, তারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ রটিয়েছে। দাবি করেছে, আমরা কেবল মেয়র পদ ও ক্ষমতার জন্য আন্দোলন করছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আওয়ামীপন্থি মিডিয়ার দৌরাত্ম্যকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে।
আজ পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি—যারা এই মিথ্যা অপবাদের কারণে আমাকে ভুল বুঝেছে, আল্লাহ যেন তাদের ভুল ভাঙিয়ে দেন। মিথ্যাবাদিদের অপপ্রচারের আড়াল ভেদ করে তারা যেন আমার মনের নিয়তকে বুঝতে সক্ষম হন। মহান আল্লাহ নিশ্চয়ই আমার অন্তরের নিয়ত সম্পর্কে অবগত আছেন ।
একইসাথে আরও প্রার্থনা করেছি—আমাদের দলের ভেতরে যে ক’জনের মন কলুষিত ও ঈর্ষায় জর্জরিত, আল্লাহ যেন তাদের অন্তরের সত্যকে জনগণের কাছে উন্মোচন করে দেন।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করার শপথ কোনোদিন ভাঙবো না ইনশাল্লাহ।’
সূত্র : Ntvbd












































