প্রচ্ছদ জাতীয় এবার সাদিক কায়েমের ফেসবুক আইডি উধাও

এবার সাদিক কায়েমের ফেসবুক আইডি উধাও

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমাবার দুপুরে দিকে ফেসবুকে সার্চ করে তার আইডি খুঁজে পাওয়া যায়নি।

এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদ। পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’

ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনীডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী

এর আগে ফেসবুক অ্যাকাউন্ট কিছুসময় ডিজেবল থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন।