প্রচ্ছদ জাতীয় একাধিক উপদেষ্টা বান্ধবী কোটায় বান্ধবীদের নিয়ে গেছেন

একাধিক উপদেষ্টা বান্ধবী কোটায় বান্ধবীদের নিয়ে গেছেন

ইউনূসের ঘরের ভেতরেই শত্রু! গতকালকের ডিম নিক্ষেপের মূল দায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর,

ডক্টর মুহাম্মদ ইউনূসের এই অযোগ্য এবং অপদার্থ সরকার গুরুত্বপূর্ণ নানা পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছে। এসব দোসররা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে; আগে থেকেই ভেতরের স্পর্শকাতর তথ্য পাচার করে থাকে। তেমনটাই দেখা গেলো নিউ ইয়র্কে গতকালকের ডিম নিক্ষেপের ঘটনার ক্ষেত্রে।

ডক্টর ইউনূসের এই সরকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বানিয়েছে আওয়ামী সুবিধাভোগী সালাউদ্দিন নোমান চৌধুরীকে। এই ব্যক্তি আওয়ামী শাসন আমলের সময় দিল্লিতে ডেপুটি হাই কমিশনারের পদে ছিল। তাছাড়া ডেপুটি চিফ অফ প্রটোকলের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও; মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর নানা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন এই ব্যক্তি। আওয়ামী লীগের আমলে এসব গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষটি আওয়ামী লীগের প্রতি দায়বদ্ধ থাকবেন; এটিই স্বাভাবিক।

সেই দায় থেকেই তিনি গতকালকে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদের নিরাপত্তা ঝুঁকির মাঝে ফেলে দিয়ে ইচ্ছাকৃতভাবেই নাজেহাল করান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে লিয়াজোঁ মেইনটেইন করা সালাউদ্দিন নোমান চৌধুরীকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেয়ার আবেদন করছি।

পাশাপাশি আরেকটা ব্যাপার বেশ দৃষ্টিকটু লেগেছে। হাসিনার শাসনামলের সময় জাতিসংঘের সফরে হাসিনা রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে বিশাল বহর নিয়ে নিউ ইয়র্কে যেত; তাই আমরা সেটার তীব্র সমালোচনাও করতাম। অথচ হাসিনার চেয়েও দৃষ্টিকটুভাবে একাধিক উপদেষ্টা, নিজের বান্ধবী লামিয়া মোর্শেদ, আত্মীয় কোটায় নিয়োগ দেয়া লুৎফে সিদ্দিক, আশিক চৌধুরীর মতো আজাইরা লোকজনদের নিয়ে ইউনূস নিউ ইয়র্কে গেলেন! আসলে ক্ষমতার গদিতে বসলে সব হারামজাদারাই হাসিনা হয়ে যায়!
————-
নাজমুস সাকিব,
২৪ সেপ্টেম্বর, ২০২৫