প্রচ্ছদ হেড লাইন একসাথে পরিবারের ৪ জনের মৃত্যু, একসাথেই দাফন

একসাথে পরিবারের ৪ জনের মৃত্যু, একসাথেই দাফন

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল ৬টায় মরদেহ হবিগঞ্জ থেকে বোয়ালিয়ায় বাড়িতে নিয়ে আসলে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।

নিহত জামাল হোসেনের খালাতো ভাই মো. ফেরদৌস জানান, দীর্ঘদিনের ইচ্ছা ছিল পরিবার নিয়ে সিলেটে শাহ জালালের (র.) মাজার জিয়ারত করবেন। সেই অনুয়ায়ী জামাল হোসেন তার স্ত্রী কামরুন নাহার, ছেলে কাওছার হোসেন অন্তর এবং ছোট ভাই এনামুল হক খোকনকে নিয়ে ৩০ এপ্রিল রাতে সিলেটে যান। ১ মে সারাদিন সিলেট থাকেন এবং রাতে ঢাকার উদ্যেশে রওনা দেন। তাদের সঙ্গে রাত ১০টার পর পরিবারের সদস্যদের সর্বশেষ কথা হয়। আর রাত ২টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

গলাচিপা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টিটু জানান, শুক্রবার সকাল ৬টায় হবিগঞ্জ থেকে চারজনের মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়। সকাল সোয়া ১০টায় জামাল হোসেন, এনামুল হক খোকন এবং কাওছার হোসেন অন্তরের জানাযা শেষে দ্বিতীয় দফায় কামরুন নাহারের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন করা হয়।

নিহত জামাল ও খোকন গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে। জামাল হোসেন ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশান ইনচার্জ পদে কর্মরত ছিলেন এবং ছোট ভাই এনামুল হক খোকন এলাকার একটি পোশাক কারখানায় সিনিয়র সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।