
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেবো না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) বলবো সমতা আনতে। গণতন্ত্র উত্তরণের পথে বাধাগ্রস্তকারীদের উদ্দেশ্য সফল হবে না। দেশে গণতন্ত্র ফিরবেই।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে।
বিএনপির ভদ্রতাকে দুর্বল ভাবা ঠিক নয়। আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।
সূত্র : বাংলা ট্রিবিউন










































